বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘সি-গ্রুপের’ রানার্স আপ হিসেবে শেষ আটে জায়গা করে নিলো পানামা। প্রথম ম্যাচে উরুগুরের কাছে ৩-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে পরাজিত করে ঘুরে দাঁড়ায় পানামা। আর তৃতীয় ও শেষ ম্যাচে বলিভিয়াকে সহজেই হারিয়ে জায়গা করে নিলো নক-আউট পর্বে।
ফ্লোরিডার অরল্যান্ডোতে বলিভিয়ার জন্য ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের কাছে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে তাদের বিদায় আগেই নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, দুই ম্যাচের একটিতে জয় পাওয়া পানামার সামনে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ।
হোসে নেলসনের গোলে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় পানামা। ম্যাচের ৬৯তম মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্ডা। এর ১০ মিনিট পর আবার লিড নেয় পানামা। এই সময় স্কোরশিটে নাম তোলেন অ্যান্তোনিও গুয়েরেরো। অগাস্তো ইয়ানেস যোগ করা সময়ে গোল করে পানামাকে ৩-১ গোলের জয় এনে দেন।