দক্ষিণ আমেরিকা অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনার যুবারা। আগের ম্যাচে কলাম্বিয়ার সঙ্গে ড্র করা দলটি এবার বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে অন্তিম সময়ে রদ্রিগুয়েজ করেন একমাত্র গোলটি।
এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। প্রথম ম্যাচে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনা গত দুই ম্যাচে গোল খরায় ভুগছে। আগের ম্যাচে কলাম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল দলটি। এবার জয় নূন্যতম ব্যবধানে।
ভেনেজুয়েলায় চলমান টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দশটি দল অংশ নিচ্ছে। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। গ্রুপের প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে খেলবে।
একই দিনে মাঠে নেমেছিল কলাম্বিয়া। তারা ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। প্রথমার্ধের শেষ সময়ে একমাত্র গোলটি করেন ভিলারিয়াল। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে কলাম্বিয়া পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
আজ মাঠে নামবে এ গ্রুপের দলগুলো। এক ম্যাচ উরুগুয়ে খেলবে পেরুর বিপক্ষে। অন্য এক ম্যাচে প্যারাগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।