বসনিয়ার জালে জার্মানির ৭ গোল

জার্মানি-ব্রাজিল সেই বিশ্বকাপের ম্যাচের বিষয়টি আবার সামনে আসলো। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছিল জার্মানি। উয়েফা নেশনস লিগে ফিরে এলো সেই ম্যাচের স্মৃতি। শনিবার নিজেদের মাঠে নেশনস লিগের খেলায় বরসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ গোলে হারিয়েছে জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, কাই হাভার্টজ ও টিম ক্লেইনডিয়েনস্ট গোল করেন। ক্লেইনডিয়েনস্ট ওউইর্টজ জোড়া গোল করেন।

জার্মানি-ব্রাজিল সেই বিশ্বকাপের ম্যাচের বিষয়টি আবার সামনে আসলো। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছিল জার্মানি। উয়েফা নেশনস লিগে ফিরে এলো সেই ম্যাচের স্মৃতি। শনিবার নিজেদের মাঠে নেশনস লিগের খেলায় বরসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ গোলে হারিয়েছে জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, কাই হাভার্টজ ও টিম ক্লেইনডিয়েনস্ট গোল করেন। ক্লেইনডিয়েনস্ট ওউইর্টজ জোড়া গোল করেন।

বিশাল এ জয়ে গ্রুপে জার্মানি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। তবে তারা জার্মানি থেকে অনেক দূরে, মাত্র ৮ পয়েন্ট তাদের। ৫ পয়েন্ট হাঙ্গেরির। বসনিয়য়া অ্যান্ড হার্জেগোভিনার ভান্ডারে জমা মাত্র ১ পয়েন্ট।

এ জয়ের ফলে জার্মানির পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত হয়েছে। আগাম মঙ্গলবার রাতে বুদাপেস্টে গ্রুপের শেষ ম্যাচে তারা হাঙ্গেরির মুখোমুখি হবে।

ম্যাচের শুরু থেকেই বসনিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েছিল জার্মানি। ম্যাচের বয়স এক মিনিট হতে না হতেই জার্মানির গোল বন্যা শুরু হয়। প্রথমার্ধে তারা তিন গোল করে। দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ২৯ মিনিটে করে চার গোল। জামাল মুসিয়ালা দ্বিতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন তিনি।

প্রথম গোল হজমের পর বসনিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে জার্মানির একচ্ছত্র আক্রমণে এক পর্যায়ে তাদের রক্ষণভাগ ছন্নছাড়া হয়ে পড়ে। আর সে সুযোগে জার্মানি একের পর এক গোল করে।

Exit mobile version