চমক দেখালো আবাহনী লিমিটেড, ঢাকা। কুমিল্লা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০জন নিয়ে খেলেও শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে আকাশী নীল জার্সিধারীরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়য়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নেয় কোচ মারুফুল হকের শিষ্যরা।

প্রথমার্ধের ৪২তম মিনিটে আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু দ্বিতীয় হলুদ দেখলে ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তাদের একজন কম নিয়েই খেলতে হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়া আবাহনী নির্ধারিত সময়ের শেষদিকে সমতায় ফেরে। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটেও। সেখানেই ছিলো গোলশূন্য। ফলাফল নির্ধারণী টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ধানমণ্ডির ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেসের ক্রস থেকে মজিবুর রহমান জনির গোলে লিড নেয় বসুন্ধরা। লিড নিয়েও মাঠের খেলায় খুব একটা সুবিধা করতে পারছিলো না বসুন্ধরা। ৮৩তম মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় আবাহনী। ব্রাজিলিয়ান রাফায়েল শট নিলে তা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলকে গোলে পরিণত করতে ভুল করেননি স্ট্রাইকার আরমান ফয়সাল আকাশ।
আবাহনীর কাছে হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি কিংসরা। ১৫ এপ্রিল নিজেদের মাঠেই পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ওই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে ২২ এপ্রিলের গ্র্যান্ড ফাইনালে।
অনেকটা ক্রিকেটের আদলে ম্যাচ সংখ্যা বাড়াতে শীর্ষে থাকা দুই দলকে নিয়ে প্রথম সেমিফাইনাল আয়োজন করা হয়। যেখানে জয় নিয়ে আবাহনী ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর এলিমিনেশন ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে রহমতগঞ্জ প্রিলিমিনারি ফাইনালে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফেডারেশন কাপ। এবার ভিন্ন ধাচে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন কাপ। যেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পরের পর্বে খেলছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর দুই গ্রুপের দুই রানার্স-আপের মধ্যকার ম্যাচের হেরে যাওয়া দল (ব্রাদার্স ইউনিয়ন) টুর্নামেন্ট থেকে বিদায় নিলো। আর দুই রানার্স-আপের মধ্যকার বিজয়ী দল (রহমতগঞ্জ) আবার দুই চ্যাম্পিয়নের মধ্যকার পরাজিত দলের (বসুন্ধরা কিংস) সঙ্গে মুখোমুখি হচ্ছে।