বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএলে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর সামনে। শনিবার টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে তাদের মাঠেই ২-১ গোলে হারায় মতিঝিল ক্লাব পাড়ার দলটি। সাদা-কালোদের পক্ষে দু’টি গোলই করেন সোলেমান দিয়াবাতে।
ম্যাচের ১৯তম মিনিটে দিয়াবাতের গোলে লিড নেয় মোহামেডান। রাকিব হোসেনের গোলে ২৫তম মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা।
ম্যাচের ৪৮তম মিনিটে রিমন হোসেন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা। ম্যাচের ৮৬তম মিনিটে দিয়াবাতে মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন।