নতুন কোচ নিয়ে বসুন্ধরা কিংসের নতুন যাত্রা। অভিজ্ঞ ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিলো কিংস। নতুন মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক সাফল্যের লক্ষ্য নিয়েই নতুন কোচের সঙ্গে পথচলা শুরু করলো বসুন্ধরা কিংস। দলটির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াস। সব ঠিক থাকলে, এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়েই বসুন্ধরা কিংসের ডাগআউটে অভিষেক হবে তার।
৫৮ বছর বয়সী এই কোচের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি ইতোমধ্যে ব্রাজিলের জাতীয় দলের অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব পালন করেছেন এবং ২০০১ সালে দলকে জিতিয়েছেন সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এছাড়া ফারিয়াস কোচ হিসেবে কাজ করেছেন ১১টি ক্লাবে। শেষবার তিনি ছিলেন কুয়েতের ক্লাব কাজমা এসসির দায়িত্বে।
তবে তার সবচেয়ে বড় সাফল্য এসেছে দক্ষিণ কোরিয়ার ক্লাব পোহাং স্টিলার্সে। তার কোচিংয়েই ২০০৭ সালে পোহাং কে লিগে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ২০০৯ সালে তারা জিতেছিল এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা—এএফসি চ্যাম্পিয়নস লিগ।
এত অভিজ্ঞ এক কোচের আগমনে বসুন্ধরা কিংসের শিরোপা প্রত্যাশা আরও দৃঢ় হলো। কেননা দেশের ঘরোয়া লিগে সফলতা পেলেও, এএফসি টুর্নামেন্টগুলোতে ক্লাবটি এখনো সেভাবে নিজেদের ছাপ ফেলতে পারেনি। আর গেল মৌসুমে তো প্রিমিয়ার লিগের শিরোপাও হাতছাড়া হয়েছে—মোহামেডানের কাছে হেরে।
এই ব্যর্থতার পটভূমিতেই ক্লাবটি বিদায় জানিয়েছে আগের কোচ ভ্যালেরি তিতাকে, যিনি অভিজ্ঞ হলেও কাঙ্ক্ষিত ফল এনে দিতে ব্যর্থ ছিলেন। এবার সেই গুরুদায়িত্ব ব্রাজিলিয়ান ফারিয়াসের হাতে, যিনি একসময় ব্রাজিলকেই এনে দিয়েছেন আন্তর্জাতিক শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















