বসুন্ধরার বড় জয়, আবাহনীর ড্র

আবাহনী-ফর্টিস ম্যাচে বল দখলের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার তারা পুলিশ এফসিকে ৫-০ গোলে হারিয়েছে। একই দিন ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তবে এ রাউন্ডে হতাশ হতে হয়েছে আবাহনীকে। ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধেই বসুন্ধরা জয় নিশ্চিত করে ফেলে। এ সময়ে তারা তিন গোলে এগিয়ে যায়। জোনাথন ফার্নান্দেজ ও জনি গোল করেন। জোনাথন জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে রাকিব হোসেন ব্যবধান ৪-০ করেন। অতিরিক্ত সময়ে মিগুয়েলের গোলে ৫-০ ব্যবধানে জয় পায় বসুন্ধরা।

আবাহনী লিমিটেডের জন্য দিনটা সুখকর ছিল না। ফর্টিস তাদের হোমভেন্যু বসুন্ধরা কিংসে আবাহনীকে রুখে দেয়। চলতি লিগে আবাহনীর প্রথম ড্র।

এই ড্র সত্ত্বেও আবাহনী পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে শীর্ষে।

Exit mobile version