বসুন্ধরা অ্যারেনায় বৃষ্টির বাধা, আধঘণ্টা অপেক্ষায় বাংলাদেশ-ভুটান ম্যাচ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে আজকের দিনের প্রথম ম্যাচেই বড় এক বাধার মুখে পড়েছে আয়োজকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থাকলেও, বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধ শুরু করা সম্ভব হয়নি।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলের লিড নেয়। দুর্দান্ত খেলায় ভুটান রক্ষণ ভেদ করতে না পারলেও বৃষ্টি হয়ে দাঁড়ায় মূল প্রতিপক্ষ। মাঠে অতিরিক্ত পানি জমে যাওয়ায় রেফারি খেলা বন্ধ ঘোষণা করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে আধঘণ্টা বিলম্ব হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, দুই দফা আধঘণ্টা পর্যন্ত খেলা বিলম্ব করা যায়। এরপরও খেলার পরিবেশ তৈরি না হলে, ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে টুর্নামেন্ট কমিটিকে।

বসুন্ধরা কিংস অ্যারেনা শুরু থেকেই আবহাওয়ার প্রতিকূলতায় ভুগছে। টানা বৃষ্টির কারণে মাঠে জমছে কাদা-পানি। প্রতিদিন দুটি করে ম্যাচ হওয়ায় মাঠ মেরামতের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। ফলে খেলোয়াড়দের দুর্ভোগ বাড়ছে এবং খেলার মানও ব্যাহত হচ্ছে।

এই অবস্থায় প্রশ্ন উঠছে—বৃষ্টির মৌসুমে এ রকম টুর্নামেন্ট আয়োজন কতটা যৌক্তিক? বিশেষ করে, যখন আন্তর্জাতিক মানের নারী ফুটবল আয়োজনের কথা বলা হচ্ছে, তখন এমন মাঠ পরিস্থিতি আয়োজকদের প্রস্তুতির ঘাটতি তুলে ধরছে।

বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে মাঠে ফিরতে পারবে কি না, তা নির্ভর করছে আবহাওয়া এবং মাঠের অবস্থা পর্যবেক্ষণের ওপর। ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছে আয়োজকদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Exit mobile version