নারী বিশ্বকাপ ক্রিকেটে আরো একটা কঠিন ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে দৌড়ে ভালোভাবে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। তিন ম্যাচ থেকে বাংলাদেশ একটা মাত্র জয়ের ফলে এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে।
আট দলের বিশ্বকাপে বাংলাদেশ বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। পয়েন্ট মাত্র দুই। অস্ট্রেলিয়া ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ইংল্যান্ড শতভাগ জয়ে তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ভারত ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা চতর্থ স্থানে। তবে দক্ষিণ আফ্রিকা একটা ম্যাচ কম খেলেছে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ৩ ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।
আজ বাংলাদেশ জয় পেলে এক লাফে চারে চলে আসতে পারবে। সে ক্ষেত্রে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য শুধু জয় নয়, রান রেটটা বাড়িয়ে নিতে চায়। তাহলে নিজেদের অবস্থানের যেমন উন্নতি হবে তেমনি সেমিতে খেলার সম্ভাবনা অনেকটা পাকপোক্ত হবে।
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল। কিন্তু তারপরেই পথ হারায় দলটি। টানা দুই ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে।
বিশাখাপত্তমে ব্যাটিং বান্ধব উইকেটে আজ খেলা হবে। ফলে বোলার ব্যাটার লড়াইটা বেশ জমজমাট হবে। আবহাওয়া নিয়ে একটু শঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও তা খুব বেশি সমস্যা তৈরি হবে না বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে।
