বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে না-লিপু

কোন স্বপ্ন ছাড়াই নাজমুল হোসেন শান্তর অধীনে ১৫ সদস্যের বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গেছে যুক্তরাষ্ট্রে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানে স্বগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে টাইগাররা।

কিন্তু টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের বিপক্ষে লজ্জার হাতে সমালোচনার ঝড় উঠেছে দেশের ক্রিকেটে। এই অবস্থায় বিশ্বকাপ দলে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সরাসরিই না বলেছেন।

প্রধান নির্বাচক বলেন,‘এটা (২৪ মে পর্যন্ত দল পরিবর্তন) গৎবাঁধা একটা নিয়ম ছিল। বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক দলকে সুযোগ দেওয়া হয়েছিল। সে আলোকে ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ ছিল।’

এছাড়া লিপু বলেন, ‘প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন, কোচ এবং আমরা নির্বাচকরা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম। এ মুহূর্তে যে দল আছে, সে দলটাই বহাল রেখেছি। বিশ্বকাপে যাতে ভালো কর‍্যতে পারি সেই আশা করছি। যে দল নির্বাচন করেছিলাম সেই দলের উপরই আস্থা রাখছি।’
তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

Exit mobile version