সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই পর্ব। সেই আসরকে সামনে রেখে প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে দুটি প্রীতি ম্যাচ খেলছে লাল-সবুজরা। এর মধ্যে গতকাল স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচটি ফিফার টায়ার-২ স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক খেলা। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশ জার্সিতে অভিষেক হলো দুই প্রবাসী ফুটবলারের—ডিফেন্ডার জায়ান আহমেদ ও মিডফিল্ডার তানিল সালিকের। জায়ান ছিলেন মূল একাদশে, আর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তানিল।
ক্লোজড ডোর ম্যাচ হওয়ায় বাফুফে তাৎক্ষণিকভাবে ফল প্রকাশ করেনি। প্রায় ১০ ঘণ্টা পর মিডিয়া বিভাগ ছবি ও সহকারী কোচ হাসান আল মামুন এবং ফরোয়ার্ড মিরাজুল ইসলামের প্রতিক্রিয়া জানায়। তবে এর আগেই, রাতেই বাফুফের ফেসবুক পেজে প্রকাশিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের একটি ভিডিও।
ভিডিও বার্তায় নিজের অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। জায়ান বলেন,
“আমরা ভালো খেলেছি। তিন-চারটা সুযোগ পেয়েছি। ম্যাচটা প্রায় সমানে-সমান ছিল।”
প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে বেশ রোমাঞ্চিত এই ডিফেন্ডার নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করেন এভাবে,
“দশের মধ্যে সাড়ে সাত দেব। কিছু ভালো অ্যাসিস্ট করেছি, চেষ্টা করেছি।”
পেনাল্টি থেকে গোল হজম করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি,
“টিম পারফরম্যান্স আমি দেব দশের মধ্যে আট। আমরা সুযোগ তৈরি করেছি। ভিয়েতনাম ম্যাচের জন্য আমরা কঠোর অনুশীলন করছি—ট্রেনিং, ভিডিও, মিটিং সবই চলছে। আমাদের গ্রুপ ভালো, প্রতিভাবান।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















