এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক জর্ডান এবং চাইনিজ তাইপে। টুর্নামেন্টের বাছাইপর্ব আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ড্র। ২৭টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে রয়েছে তিনটি করে দল।
বাংলাদেশের নারী ফুটবলাররা বর্তমানে লাওসে অনূর্ধ্ব-২০ এএফসি বাছাই খেললেও, সামনে অপেক্ষা করছে নতুন আরেকটি চ্যালেঞ্জ। ‘এইচ’ গ্রুপের খেলাগুলো হবে জর্ডানে, যেখানে বাংলাদেশের সিনিয়র দল সম্প্রতি সফর করে এসেছে।
২০১৭ ও ২০১৯ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এবার বাংলাদেশ ছিল এক নম্বর পটে। শেষ মুহূর্তে গ্রুপ ঘোষণায় বাংলাদেশের নাম উঠলে তারা যায় ‘এইচ’ গ্রুপে।
২০২৪ সালে মূল পর্বে উঠতে না পারলেও, এবার জুনিয়রদের সামনে বড় সুযোগ। বাংলাদেশ নারী ফুটবলে পরিবর্তনের সূত্রপাত হয়েছিল এই বয়সভিত্তিক আসর থেকেই। ২০১৬ সালে অ-১৬ টুর্নামেন্টে মূল পর্বে উঠে শীর্ষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর থেকেই নারী ফুটবলে বাফুফের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। সানজিদাদের পুরনো রেকর্ড আবার ফিরিয়ে আনতে পারবে কি না জুনিয়ররা, সেটাই এখন দেখার বিষয়।
অক্টোবরের সময়টায় কোচ পিটার বাটলার সিনিয়র দলে ব্যস্ত থাকায়, অ-১৭ দলের দায়িত্বে তার থাকার সম্ভাবনা কম। ফলে দলের প্রস্তুতিতে ভিন্ন কৌশল নিয়েই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।
