আজ অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর-এর ৬৭তম বার্ষিক অনুষ্ঠান। সেখানে ২০২২-২৩ মৌসুমে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করা হবে।
আজ সোমবার (৩০ অক্টোবর) প্যারিসের চ্যাটেলেট থিয়েটার থেকে বাংলাদেশ সময় রাত ২টা নাগাদ জানা যাবে কার হাতে উঠছে এ পুরস্কার। বাংলাদেশ থেকে সনি টেন-২, সনি লিভ এবং জিওটিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়াও লেকিপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ব্যালন ডি’ অরের পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন আইভরি কোস্টের সাবেক ফুটবল তারকা দিদিয়ে দ্রগবা।
২০২২-২৩ ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:
লিওনেল মেসি, আরলিং হালান্ড, করিম বেনজেমা, জোসকো গ্যাভারদিওল, জামাল মুসিয়ালা, আন্দ্রে ওনানা, মোহামেদ সালাহ, বুকায়ো সাকা, কেভিন ডি ব্রুইন, জুড বেলিংহাম, কোলো মুয়ানি, বার্নার্ডো সিলভা, খভিচা কভারতসখেলিয়া, নিকোলো বারেলা, এমিলিয়ানো মার্টিনেজ, রুবেন ডায়াস, , মার্টিন ওডেগার্ড, ইল্কে গুন্ডোগান, ইয়াসিন বুনু, জুলিয়ান আলভারেজ, ভিনিসিয়াস জুনিয়র, , রুদ্রি, লাউতারো মার্টিনেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান, রবার্ট লেভানডোভস্কি, কিম মিন-জায়ে, লুকা মডরিচ, কিলিয়ান এমবাপ্পে, ভিক্টর ওসিমহেম ও হ্যারি কেইন।