দীর্ঘ ভোগান্তির পর শেষমেষ নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল!

বাংলাদেশ ফুটবল দলের নেপাল সফর শুরু হয়েছে বিড়ম্বনার মধ্য দিয়ে। গতকাল দুপুর দেড়টার ফ্লাইট ধরার কথা থাকলেও বাংলাদেশ বিমানের নির্ধারিত ফ্লাইটটি বিলম্বে পড়ে যায় সাড়ে পাঁচ ঘণ্টা। অবশেষে সন্ধ্যা ৭টায় পুনঃনির্ধারণ করা হলেও যাত্রা শুরু হয় আরও পরে গতকাল দেশের সময় রাত পৌনে ৮টার দিকে। এরপর আকাশপথে ঘন্টা দেড়েক ভ্রমণ শেষে রাত সাড়ে ৯টায় কাঠমান্ডু পৌঁছায় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।

এটাই অবশ্য প্রথম নয়। নেপাল সফরে বাংলাদেশ দলের ভ্রমণজটিলতা নতুন কিছু নয়। এর আগে একবার পুরো একদিন ফ্লাইট ডিলে পড়ে বিমানবন্দর-সংলগ্ন হোটেলে রাত কাটাতে হয়েছিল দলকে। এবারও দীর্ঘ অপেক্ষায় সময় কাটাতে হয়। তবে সৌভাগ্য যে, জাতীয় দলের স্পন্সর ইউসিবি’র সহায়তায় বিশেষ লাউঞ্জে বিশ্রামের ব্যবস্থা করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

ফ্লাইট বিলম্বের ভোগান্তি পেছনে ফেলে এখন মাঠের লড়াইয়ের দিকেই নজর জামালদের। কাঠমান্ডুতে প্রীতি ম্যাচগুলো দলকে এশিয়ান গেমস এবং পরবর্তী আন্তর্জাতিক আসরের প্রস্তুতি জোগাবে বলেই আশা কোচিং স্টাফদের।

৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দলকে শক্তি জোগানোর মতো কিছু মুখ এবার অনুপস্থিত। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরি থাকছেন না এই সফরে। এছাড়া মোরসালিন, আল আমিন, ফাহমিদুল ও শ্রাবণ রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে।

Exit mobile version