বাইরে থেকে দলের জয় দেখলেন মেসি

মেজর সকার লিগ

গোলের পর তাদেও আলেন্দে

সময়টা ভালো যাচ্ছে ইন্টার মায়ামি, তবে তা মোটেও স্বস্তিদায়ক নয়। দলের প্রাণ ভোমরাকে নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই। মাঠে থাকছেন, কিন্তু খেলছেন না। সাবধানতার কারণে কোচ তাকে এই মুহুর্তে মাঠে নামাচ্ছেন না। পরপর তিন ম্যাচ মেসি মাঠের বাইরে। তবে কাঙ্খিক লক্ষ্যে পৌঁছাতে কোনো সমস্যা হচ্ছে না মায়ামির। গত রাতে মেজর সকার লিগে নিজেদের মাঠের খেলায় ১-০ গোলে জয় পেয়েছে। হারিয়েছে শার্লট এফসিকে।

এ ম্যাচ নিয়ে ইন্টার মায়ামির সমর্থকদের দুঃশ্চিন্তার শেষ ছিল না। প্রতিপক্ষ শার্লট তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল। ম্যাচের প্রথমার্ধে সেই দুঃশ্চিন্তা বেড়েছিল কয়েকগুনে। কেননা এ সময় মায়ামি ১০ জনের দলে পরিণত হয়। অস্কার উস্তারি লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। শেষ পর্যন্ত সেই দুঃশ্চিন্তা স্থায়ী হয়নি। বিরতির পর প্রথম মিনিটেই দলকে গোল এনে দেন তাদেও আলেন্দে। ৪৬ মিনিটে তার করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। মাঠের বাইরে থাকা মেসিও হাফ ছেড়ে বাঁচেন।

এ জয়ের ফলে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭। শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৯।

এ ম্যাচের লাল কার্ড নিয়ে ইন্টার মায়ামি লজ্জার রেকর্ড গড়েছে। এরই মধ্যে তারা তিন লাল কার্ড দেখেছে।

Exit mobile version