বাগদানের আংটিতে বাঁধা রোনালদো-জর্জিনার প্রেম

ছবি: কালেক্টেড

বছরের পর বছর ধরে চলা ভালোবাসা, গুঞ্জন আর অপেক্ষার অবসান ঘটল অবশেষে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের দীর্ঘ সম্পর্ক পেল নতুন ঠিকানা-বাগদান।

ইনস্টাগ্রামে বাম হাতে এমারেল্ড কাট হীরার ঝলমলে আংটি পরে হাসিমুখে ধরা দিলেন জর্জিনা। ছবিটি দেখে ভক্তরা বুঝে নিলেন—এবার আর গুঞ্জন নয়, সত্যিই বাগদানের বাঁধনে আবদ্ধ হয়েছেন ফুটবল সুপারস্টার আর তার প্রিয়তমা।

জুয়েলারি বিশেষজ্ঞদের হিসাবে, আংটির ওজন ১০ থেকে ১৫ ক্যারেটের বেশি এবং এর মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও ওপরে। আংটির আভিজাত্যের মতোই আলোচনায় এসেছে জর্জিনার ছবির ক্যাপশন—

“Yes I do. In this and in all my lives.”

৪০ বছর বয়সী রোনালদো আসলে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের বিষয়ে। তারকা প্রেমিকার নেটফ্লিক্স ডকুসিরিজ “আই অ্যাম জর্জিনা”-তে তিনি বলেছিলেন, “যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।” অবশেষে সেই মুহূর্ত এসে গেছে, আর হীরার ঝলকানিতে স্বপ্ন হয়ে উঠেছে বাস্তব।

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম দেখা রোনালদোর সঙ্গে। সেদিনের সেই হঠাৎ সাক্ষাতের সূত্র ধরেই শুরু হয়েছিল এক প্রেমের গল্প, যা এখন ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত রোমান্সগুলোর একটি। আজ তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্বে—নিজেদের দুই সন্তান এবং রোনালদোর আগের তিন সন্তানেরও স্নেহময়ী অভিভাবক জর্জিনা।

বাগদানের ঘোষণা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন কৌতূহল-কবে, কোথায় এবং কেমন হবে বিয়ে? ছোট পরিসরে ঘনিষ্ঠদের নিয়ে, নাকি হবে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন-এ নিয়ে আগ্রহ তুঙ্গে। যা-ই হোক, নিশ্চিত একটাই-রোনালদো-জর্জিনার ভালোবাসার কাহিনি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, আর তা দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব। রোনালদো ফ্যানরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় আছেন এই মধুর সম্পর্কের পূর্নতা দেখার।

Exit mobile version