আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা হয়নি স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার। অথচ দলকে বিশ্বকাপে তুলতে অন্যতম অবদান ছিল তার।
গত এপ্রিলে অনুষ্ঠিত বাছাইপর্বে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে সুমনা ছিলেন বাংলাদেশের সেরা বোলার। ওভারপ্রতি মাত্র ৪.৪৫ রান খরচ করা এই স্পিনার থাইল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ উইকেট নেন মাত্র ৭ রানে। এত দারুণ পারফরম্যান্স সত্ত্বেও বিশ্বকাপ দলে ডাক পাননি তিনি। ফলে আবারও অস্ট্রেলিয়ায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই স্পিনার।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সুমনা নিজের হতাশার কথা অকপটে বলেন। “মন খারাপ যা হওয়ার তা তো হয়েছেই এর থেকে আসলে বেশি কিছু নেই। দেখেন চার বছর পরপর বিশ্বকাপ আসে প্রতিবছর আসে না। খারাপ তো অবশ্যই লেগেছে। যদি খারাপ না লাগে তাহলে তো আমি মানুষই না, মানুষের পর্যায়ে পড়ি না।”
আগামী ক্যাম্পে সুযোগ না থাকায় আপাতত দেশের মাটিতে খেলার সুযোগও নেই তার। তাই ক্লাব ক্রিকেট খেলতে আবারও অস্ট্রেলিয়া ফিরতে চান তিনি। “যেহেতু আপাতত আর খেলা নেই। হয়তো আমি অস্ট্রেলিয়াতে যাব, ওখানে প্রোপার ক্রিকেট লিগ খেলব। ক্লাবের সাথে কথা হচ্ছে ওভাবে, আমি প্ল্যান করছি পরের মাসের জন্য। এরপরে কখন আসব দেশে এটা আসলে সময়ই বলবে।”
শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচিংয়েও নিজেকে প্রস্তুত করছেন সুমনা। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ‘লেভেল টু’ কোচিং কোর্স সম্পন্ন করেছেন। তার ভাষায়, “আমি লেভেল টু কোর্স শেষ করেছি। এখনো যেহেতু খেলছি কোচ হবো কি হবো না, সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেইনি।”
২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া সুমনা এর আগে সিডনির গ্রেড ক্রিকেট ও জাতীয় নারী ক্রিকেট লিগে খেলেছেন। ঘরোয়া লিগে নিয়মিত ভালো পারফরম্যান্স করলেও বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















