আফ্রিকা কাপ অফ নেশনেসর বাছাই পর্ব পার হতে পারেনি ঘানা। শুক্রবার অ্যাঙ্গোলার সঙ্গে ড্র করায় প্রয়োজনীয় পয়েন্ট অর্জনে ব্যর্থ হয়ে তারা বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে। এর ফলে ২০০৪ সালের পর এই প্রথম ঘানা চূড়ান্ত পর্বে পৌঁছাতে পারলো না।
আগামী বছর মরক্কোয় অনুষ্ঠিত হবে আফ্রিকা কাপ অব নেশনসের চূড়ান্ত পর্বে। এ পর্বে নাম লেখাতে অ্যাঙ্গোলার বিপক্ষে জয়ের দরকার ছিল ঘানার। কিন্তু চারবারের চ্যাম্পিয়ন ঘানা জয়ের দেখা পায়নি, ১-১ গোলে ড্র করেছে।
অ্যাঙ্গোলাতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দল শুরু থেকে প্রাণবন্ত খেলা উপহার দেয়। আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় অ্যাঙ্গোলার হারানোর কিছু ছিল না। তবে প্রথম গোলের দেখা পায় ঘানা। অভিজ্ঞ জর্ডান আইউ ১৮ মিনিটে দূর পাল্লার শটে গোল করে দলকে এগিয়ে নেন। অ্যাঙ্গোল দ্রুত সমতায় আনার সুযোগ পেয়েছিল। কিন্তু পেনাল্টি থেকে তার গোল করতে ব্যর্থ হয়।
পেনাল্টি থেকে সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ার পর গোল পরিশোধে ঘানার ওপর ক্রমেই চাপ বাড়াতে থাকে অ্যাঙ্গোলা। ৬৪ মিনিটে জিনির গোলে সমতায় ফেরায় তারা। অ্যাঙ্গোলার এ গোল ঘানার বিদায় নিশ্চিত করে দেয়।
পয়েন্ট টেবিলে ঘানার অবস্থা বেশ নাজুক। পাঁচ ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র ৩। চূড়ান্ত পর্বের খেলার সম্ভাবনা ধরে রাখতে শেষ দুই ম্যাচে তাদের জয়ের দরকার ছিল। কিন্তু অ্যাঙ্গোলার কাছে হারের ফলে তাদের সে সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। সোমবার নাইজারের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষায় হয়ে দাঁড়িয়েছে। তবে নাইজারের জন্য গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলে তারা রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে জায়গা পাবে।
আগামী বছর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেবে। এরই মধ্যে ১৮টি দল চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে।