বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার এবং বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। শনিবার অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী মাত্র ৫ ভোট পেয়েছেন। মোট ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন এই নির্বাচনে ভোট প্রদান করেন।
তাবিথ আউয়ালের এই বিজয়ে দেশের ক্রীড়াঙ্গনে নবোদ্যমের আশা জাগিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাবিথ আউয়ালকে শুভেচ্ছা জানিয়েছে। আজ রবিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “আমি তাবিথ মোহাম্মদ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। এটি বাংলাদেশ ফুটবলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, তাবিথের নিবেদন ও ভিশন বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।”
ফারুক আহমেদ আরও বলেন, “বিসিবি সবসময়ই ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছে। দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্য পূরণে আমরা বাফুফের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে উদগ্রীব। বিসিবি বিশ্বাস করে, তাবিথের নেতৃত্বে ফুটবল খেলার প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।”
বাফুফের এই নতুন নেতৃত্ব নিয়ে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে এই ধরণের আন্তঃফেডারেশন সহযোগিতা দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে উন্নত করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।