বাফুফের নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। আজ সোমবার (৭ অক্টোবর) বাফুফের পক্ষ থেকে এই তারিখ চূড়ান্ত করা হয়।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনা যাবে ৯, ১০ ও ১২ অক্টোবর। জমা দেওয়ার শেষ সময় ১৪ ও ১৫ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে ১৯ ও ২০ অক্টোবর।

এ নির্বাচনের জন্য মেজবাহউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচনে অংশ নেবেন না। এখন পর্যন্ত তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

Exit mobile version