বাফুফে এলিট একাডেমির জয়; নোফেল-ফকিরেরপুলের ম্যাচ ড্র

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

‘এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে’র চতুর্থ রাউন্ডে বাফুফে এলিট ফুটবল একাডেমি দল ২-০ গোলে উত্তরা ফুটবল ক্লাব লিমিটেডকে ২-০ গোলে পরাজিত করেছে। দিনের অন্য ম্যাচে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব।

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় বাফুফে এলিট একাডেমি। ম্যাচের ৫ম মিনিটে নাজিম ও ১৪তম মিনিটে পারভেজ স্কোরশিটে নাম তোলেন। পরে আর কোন দলই গোল পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফুফে এলিট ফুটবল একাডেমি দল।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে, নোফেলের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই ডালিমের গোলে লিড নেয় ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব। ম্যাচের ৬৯তম মিনিটে নোফেলকে সমতায় ফেরান মুজাহিদ।

Exit mobile version