বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবল এর সভা আজ বৃহষ্পতিবার দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।
আগামী ১ ও ৪ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সিঙ্গাপুর মহিলা জাতীয় ফুটবল দলের বিপক্ষে দুটো ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সভায় এ ব্যাপারে হোটেল, ট্রান্সপোর্ট, লজিস্টিক, গ্রাউন্ডস, লিয়াজোঁ এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ক্রয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বাফুফে কমিটি ফর ওমেন্স ফুটবল এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















