জার্মানি থেকে দারুণ এক স্বস্তি নিয়ে ফিরেছে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে দলটি। লাউতারো মার্টিনেজ ও ডেভিড ফ্রাত্তেসি গোল করেছেন। বায়ার্নের হয়ে ব্যবধান কমান থমাস মুলার।
বিরতির কয়েক মিনিট আগে লাউতারো মার্টিনেজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ৩৮ মিনিটে লাউতারোর করা এ গোলের আগে বায়ার্ন এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু হ্যারি কেনের শট বায়ার্ন মিউনিখকে হতাশ করে। তার শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে বায়ার্ন শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছিলেন থমাস মুলার। মৌসুম শেষে বায়ার্ন ছেড়ে যাওযার ঘোষণা দেওয়া মুলার ৮৫ মিনিটে সমতাসূচক গোল করেন।
বায়ার্ন সমর্থকদের এই স্বস্তি মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল। ৮৮ মিনিটে ডেভিড ফ্রাত্তেসি গোল করে বায়ার্ন সমর্থকদের হতাশায় ডুবিয়ে দেন। এই গোল বায়ার্নের জন্য বড় এক আঘাত। এমনিতেই ঘরের মাঠে হারতে হলো তাদের। ফিরতি লেগের ম্যাচ অ্যাওয়েতে হওয়ায় সেমিফাইনালের পথটা অনেকটাই কঠিন হয়ে গেল। একই সঙ্গে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার তকমাটাও হারালো।
আগামী বুধবার সানসিরোতে ফিরতি লেগের ম্যাচ অনুষষ্ঠিত হবে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হওয়ার জন্য অপেক্ষায় থাকবে বার্সেলোনা অথবা বরুশিয়া ডর্টমুন্ড।