অবশেষে টমাস টুখেলের বিকল্প খুঁজে পেলো বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের কোচ হতে যাচ্ছেন ভিনসেন্ট কোম্পানি। এমনটাই দাবি করছে জার্মান ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।
সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ ১৯তম হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে নেমে গেছে তাঁর কোচিংয়ে থাকা দল বার্নলি। দল অবনমিত হওয়ায় তাঁকে ছাড়তে রাজি হয়েছে বার্নলি। জার্মানির শীর্ষ সংবাদপত্র বিল্ড, প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায় বায়ার্নের সাথে চুক্তি করতে রাজি হয়েছেন কোম্পানি।
ম্যানসিটির হয়ে খেলা কোম্পানি ১১ মৌসুমে মোট ১২টি ট্রফি জিতেছেন। দিয়েছেন দীর্ঘ সময় নেতৃত্বও। ২০১৯ সালে ফেরেন ছোটবেলার ক্লাব আন্ডারলেখটে। পরের বছরেই খেলা ছেড়ে দিয়ে সেই ক্লাবেরই প্রধান কোচের দায়িত্ব নেন তিনি।
২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। দায়িত্ব নেন ম্যানচেস্টার সিটির প্রতিবেশি ক্লাব বার্নলির। এসেই বার্নলিকে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়ে তাঁদের প্রিমিয়ার লিগে ওঠান তিনি। এবছর হলো ঠিক উল্টোটা। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে আবারো চ্যাম্পিয়নশিপে নেমে এলো বার্নলি।