শিরোপা নিষ্পত্তি হতে আরো লম্বা সময় বাকি। তবে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ যে আরও একটা শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তা বলাই যায়। টানা অষ্টম জয় পেয়েছে দলটি। শনিবার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে হারিয়েছে বরুশিয়া মনশেনগ্লাদবাখকে। ম্যাচের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলা দলটিকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে বায়ার্নের এটা টানা ত্রয়োদশ জয়।
ম্যাচের ১৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেন্স কাস্ট্রপ। বেশির ভাগ সময় একজন কম নিয়ে খেললেও বায়ার্নের বিপক্ষে দারুন প্রতিরোধ গড়ে তুলেছিল স্বাগতিক দলটি। প্রথমার্ধে তারা বায়ার্ন কোনো গোল করতে দেয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণভাগ ভেঙ্গে পড়ে। আর সে সময়ে এক ঝটকায় তিন গোল তুলে নেয় বায়ার্ন। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে স্কোরশিপে নাম লেখান জোসুয়া কিমিচ, রাফায়েল গুয়েরেইরো ও লেনার্ট কার্ল।
লিগে সিনিয়র দলের হয়ে এটা ছিল কার্লের প্রথম গোল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ক্লাব ব্রুগের বিপক্ষে গোল করে বায়ার্নের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার কৃতিত্ব দেখান। ১৭ বছর ২৪২ দিনে বয়সে গোলটি করেছিলেন তিনি।
বায়ার্নের এটা আট ম্যাচে আট জয়। ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে। এরই মধ্যে অন্য দলগুলোর হাল ছেড়ে দেওয়ার অবস্থা। অন্য দলগুলোর ব্যর্থতায় বায়ার্ন বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আরবি লিপজিগ। তৃতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ১৭।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















