লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা চার ম্যাচেই জিতল বার্সেলোনা। শনিবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে লিগ ম্যাচটি ৭-০ গোলে জিতেছে বার্সেলোনা। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া।
এদিন রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল বার্সেলোনা। তাতে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রাখল কাতালান দলটি। ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বার্সেলোনা বিরতির পর জালের দেখা পায় আরও চারবার।
রাফিনিয়ার তিনটি ছাড়া একটি করে গোল করেন রবের্ত লেভানদোভস্কি, জুল কুন্দে, দানি ওলমো ও ফেররান তরেস। ওলমোর দুটি ও লেভানদোভস্কির একটি শট পোস্টে বাধা না পেলে ব্যবধান হতে পারত আরও বড়। এ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারেয়াল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ভাইয়াদলিদ।