বার্সার বিপক্ষে অ্যান্টওয়ার্পের বিষ্ময়কর জয়

দারুণ এক স্মৃতি নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মিশন শেষ করলো প্রথমবারের মতো খেলতে আসা বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্প। গ্রুপ পর্বে আগের পাঁচ ম্যাচের সবকটিতে হারা দলটি শেষ ম্যাচ থেকে পেয়েছে পুরো পয়েন্ট। হারিয়েছে গ্রুপ সেরা দল বার্সেলোনাকে। নিজেদের মাঠের খেলায় ৩-২ গোলে জয় পেয়েছে দলটি।

এই হারে অবশ্য বার্সেলোনার কোনো সমস্যা হয়নি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তাদের আগেই নিশ্চিত ছিল। হারের পরও তারা গ্রুপে সবার উপরেই রয়েছে।

এ ম্যাচে বার্সেলোনা কোচ তার সেরা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। দলটির কোচ জাভি আগেই জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের পরই লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সে ম্যাচের জন্য নিয়মিত খেলোয়াড়দের সতেজ রাখতেই এ ম্যাচে তাদের বিশ্রামে রাখা হবে। ইনজুরি ও বিশ্রামের কারণেই মোট আট খেলোয়াড়কে বাইরে রাখার কথা জানিয়েছিলেন কোচ জাভি।

নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতেই সফরকারী বার্সেলোনাকে চমকে দিয়েছিল অ্যান্টওয়ার্প। দ্বিতীয় মিনিটেই তারা গোল আদায় করে নিয়েছিল। টিনএজার খেলোয়াড় আর্থার ভার্মিরেন করেছিলেন গোলটি। তবে বিরতির আগেই ফেরান টরেসের গোলে বার্সেলোনা সমতায় ফিরেছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার স্বাগতিক দল এগিয়ে যায়। এবার গোল করেন ভিনসেন্ট ইয়ানসেন। তার এ গোলেই জয়োৎসবের জন্য প্রস্তুত ছিল অ্যান্টওয়ার্প। কিন্তু বার্সেলোনার তরুণ খেলোয়াড় মার্ক গুই তাদের হতাশ করেন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে তিনি খেলা ২-২ গোলে সমতা আনেন। তবে নাটকীয়তা তখনো শেষ হয়নি। পরের মিনিটেই অ্যান্টওয়ার্পের আর এক টিন এজার বদলি খেলোয়াড় জর্জ ইলেনিখেনা গোল করে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।  

Exit mobile version