প্রাক-মৌসুম প্রস্তুতির সূচনাটা জয় দিয়েই করেছে বার্সেলোনা। জাপানের দল ভিসেল কোবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচের দুই গোলই এসেছে দুই তরুণ ফুটবলারের পা থেকে—বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া মার্ক গিউ ও নোয়াহ ডারভিচ ছিলেন গোলদাতা।
ম্যাচের প্রথমার্ধে সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে এসে বার্সা আক্রমণে ধার নিয়ে আসে। ৫০ মিনিটে গোলের সূচনা করেন মার্ক গিউ, এরপর 73তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান তরুণ ডারভিচ। এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবার বার্সার হয়ে মাঠে নামার সুযোগ পান ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল, ১৮ বছর বয়সী ফারমিন লোপেজ এবং ১৮ বছর বয়সী ডারভিচ।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য বার্সেলোনা কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি। বল দখলে এগিয়ে থাকলেও প্রথম ৪৫ মিনিটে গোলশূন্য থেকেই মাঠ ছাড়ে দল দুটি। দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় কাতালানরা।
মার্ক গিউ বার্সার মূল দলে তার আগের ম্যাচেই গোল করেছিলেন, সেই ধারাবাহিকতাই ধরে রাখেন এই ম্যাচেও। ডান দিক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশে ৫০ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে ভিসেল কোবের ডিফেন্সকে কাটিয়ে গোল করেন নোয়াহ ডারভিচ।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। জাপানে এই ম্যাচ দিয়েই বার্সেলোনার ২০২৫ সালের প্রাক-মৌসুম সফর শুরু হলো। এই মৌসুমে বার্সা কে নিয়ে অনেক আশাবাদী বার্সার সমর্থকগোষ্ঠী। এবার সবার আশা চ্যাম্পিয়ন্স লিগের খরা কাটিয়ে উঠবে বার্সা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















