লা লিগায় বড় জয়ে বছর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে, ফেডেরিকো ভালভার্দে, রদ্রিগো ও ব্রাহিম দিয়াজ গোল করেছেন। এমবাপে গোলের পাশাপাশি একটা গোলের রূপকারও ছিলেন।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র এক। ১৮ ম্যাচে শেষে আতলেতিকোর পয়েন্ট ৪১, রিয়াল মাদ্রিদের ৪০। আগের ম্যাচ হেরে শীর্ষস্থান হারানো বার্সেলোনার পয়েন্ট ৩৮।
ম্যাচের শুরুতেই ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। কেননা দশম মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলকে এগিয়ে নেন এমবাপে। বক্সের বাইরে থেকে রকেট গতির শটে তিনি সেভিয়ার গোলরক্ষককে পরাভূত করেন। ১০ মিনিট ব্যবধানে স্কোরশিটে নাম লেখান ফেডেরিকো ভালভার্দে। ৩৪ মিনিটে লুকাস ভাজকুয়েজের কাছ থেকে বল পেয়ে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে এগিয়ে নেন রদ্রিগো। পরের মিনিটে ইসাক রোমেরো ব্যবধান কমিয়ে ম্যাচে একটা উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন। কিন্তু বিরতির পর ব্রাহিম দিয়াজের গোলে আবার রিয়াল মাদ্রিদ তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়। এমবাপে ও ভাজকুয়েজের চমৎকার সমম্বয়ে এ গোলটি পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে সেভিয়া ব্যবধান কমিয়ে ৪-২ করে।