বার্সেলোনার কাছে আবার হার পিএসজির

নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পুরুষ ফুটবলের শিরোপা প্যারিস সেন্ত জার্মেইয়ের দখলে। ঠিক বিপরীত চিত্র দেখছে তাদের নারী দল। বৃহষ্পতিবার রাতে তারা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে। ২-১ গোলের জয়ের মাঝ দিয়ে রিয়াল মাদ্রিদ এবারের টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে।

দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট সত্ত্বেও গোল পার্থক্যে টেবিলে নেতৃত্ব দিচ্ছে স্পেনের আরেক ক্লাব বার্সেলোনা। এই দুই ক্লাবের মতো দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, অলিম্পিক লিও ও ওলফসবুর্গ।

পিএসজির কাছে রিয়াল মাদ্রিদ যেন এক আতঙ্কের নাম। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা চারবার তাদেরকে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে।

প্যারিসে জম্ম নেওয়া নোওমি ফেলার ২৯ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। বিরতির আগেই ব্যবধান ২-০ করেন আলবা রেদন্দো। চলতি টুর্নামেন্টে রেদন্দোর এটা দ্বিতীয় গোল। ৮ ম্যাচের ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো লক্ষ্যভেদ করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে রাশিদাত আইবাদে এক গোল পরিশোধ করেন।

Exit mobile version