বার্সেলোনার পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদ

লা লিগা

গোলের পর আরদা গুলার

বার্সেলোনার পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। তাইতো লা লিগায় শিরোপা লড়াইয়ের উত্তেজনা এখনো বিরাজমান। আগের দিন নিজেদের ম্যাচে জয় পেয়ে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা ৭ পয়েন্টে এগিয়ে গিয়েছিল। বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে গেতাফেকে হারিয়ে ব্যবধান সেই চার পয়েন্টে নিয়ে এসেছে। আরদা গুলার করেন একমাত্র গোলটি।

এ জয়ের ফলে ফলে ৩৩ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬। লিগের আর পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে।

আগের দিন বার্সেলোনা কোপা দেল রে’র ম্যাচের জন্য বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন। সেই একই পথ অনুসরণ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তি। তবে ইনজুরির কারণে ম্যাচে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আরো কয়েকজনকে বাইরে রাখলেও রিয়াল মাদ্রিদের আধিপত্য ছিল স্পষ্ট। তবে তাদের সব আধিপত্য গেতাফের রক্ষণভাগে থমকে যাচ্ছিল। পাঁচজন দিয়ে গড়া গেতাফের রক্ষণভাগ রিয়াল মাদ্রিদের জন্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তার মাঝ দিতে আরদা গুলার ২১ মিনিটে গোল আদায় করে নেন।

ভিনিসিয়ুস জুনিয়র বেশ কয়েকবার গেতাফের রক্ষণভাগকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিলেন। দুইবার গেতাফের গোলরক্ষক ডেভিড সোরিয়া তাকে গোল থেকে বঞ্চিত করেন। এনড্রিকের জন্য একটা দারুণ সুযোগও তৈরি করেছিলেন ভিনিসিয়ুস। কিন্তু গোল লাইন থেকে সে বল ক্লিয়ার করে গেতাফের ডিফেন্ডার ডেনে।

Exit mobile version