আগামীকাল বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ান ক্লাব নাপোলি। ম্যাচের একদিন আগে দলের নিয়মিত কোচ ওয়াল্টার মাজারিকে বরখাস্ত করেছে ক্লাবটি। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্লোভাকিয়া কোচ ফ্রান্সেসকো কালজোনা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
৫৫ বছর বয়সী কালজোনা স্লোভাকিয়ার জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। নাপোলির পাশাপাশি তিনি বর্তমান দায়িত্বও অব্যাহত রাখবেন।
ত্রিশ বছরেরও বেশি সময় পর গত বছর লিগ শিরোপা জয় করে নাপোলি। বর্তমান চ্যাম্পিয়ন হলেও এ বছর নাপোলির অবস্থা বেশ নাজুক। এরই মধ্যে দলটি নবম স্থানে নেমে এসেছে। গত শনিবার নিজেদের মাঠে জেনোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পরই মাজারির ভাগ্য চূড়ান্ত হয়ে যায়।
এ বছর নাপোলি যেনো কোচ পরিবর্তনের খেলায় নেমেছে। এ নিয়ে তৃতীয়বার কোচ পরিবর্তন করলো তারা। ৬২ বছর বয়সী মাজারির অধীনে ১৭ ম্যাচে দলটি মাত্র ছয় ম্যাচে জয় পেয়েছে। গত পাঁচ ম্যাচে জয় মাত্র এক ম্যাচে।
১৯৯০ সালের পর গত মৌসুমে নাপোলি তৃতীয়বারের মতো শিরোপা জয় করে। স্বপ্ন ছিল শিরোপা ধরে রাখার। কিন্তু প্রতিনিয়ত তারা নিচে নেমে চলেছে। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে এখন তাদের পয়েন্টের ব্যবধান ২৭।