বিশ্বকাপ জয় করতে পারেননি ক্লদিও এচেভেরি। তবে করেছেন মানুষের মন। পাশাপাশি ইউরোপের নামীদামী ক্লাব কর্মকর্তাদেরও নজর কেড়েছেন রিভার প্লেটে খেলা এই আর্জেন্টাইন।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে তাকে ঘিরেই আর্জেন্টিনা শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল। শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে শুরু হয়েছে তাকে নিয়ে টানাটানি।
বার্সেলোনা তাকে দলে ভেড়াতে দারুণভাবে আগ্রহী। তবে কাজটা মোটেও সহজে হওয়ার সম্ভাবনা নেই। কেননা এচেভেরিকে দলে ভেড়াতে চেলসি, ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ত জার্মেইও উঠেপড়ে লেগেছে। এভেভেরির অবশ্য পছন্দের ক্লাব বার্সেলোনা।
স্প্যানিশ ক্লাবে যাওয়ার কথা আগেই সে জানিয়েছে।গত নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে এচেভেরি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “রিভার প্লেটের মতো আমি বার্সেলোনাতে খেলতে চাই। আমি মেসির একজন ভক্ত। আমি তাকে সেখানে খেলতে দেখেছি। সেই ছোটোবেলা থেকে আমি ক্লাবটি দেখে আসছি।”
এদিকে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জাভি বলেন, এচেভেরি আমাদের নজরে রয়েছে। সে মেধাবী একজন খেলোয়াড়। ব্রাজিলের বিপক্ষে সে হ্যাটট্রিক করেছে। যাহোক এ বিষয়টি আমাদের স্কাউটিং বিভাগ দেখাশোনা করছে।