আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে জায়গা করে নিয়ে নিয়েছে বার্সেলোনা। শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছে গেছে তারা। শিরোপা জয়ে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র ফাইনালে ওঠার মাঝ দিয়ে বার্সেলোনা ট্রেবল জয়ের সম্ভাবনা তৈরি করেছেন।
বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সেমিফাইনাল ম্যাচে বার্সেলোনা ফিরতি লেগে ১-০ গোলে জয় পায়। প্রথম লেগের খেলায় ৪-৪ গোলে ড্র হওয়ায় ৫-৪ গোলে জয় নিয়ে বার্সেলোনা ফাইনালে উঠেছে। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় বার্সেলোনা আরও বড় ব্যবধানে জিততে পারতো। প্রথমার্ধে তারা একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। তবে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয়ার্ধে বেশ ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। যদিও তারা গোলের দেখা পায়নি।
বার্সেলোনা এর আগে ২০০৯ ও ২০১৫ সালে ট্রেবল জয় করেছিল। এবারও সেই সম্ভাবনা তৈরি করেছে। বর্তমানে ঘরোয়া লিগে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি। এরই মধ্যে দলটি স্প্যানিশ সুপারকোপা জয় করেছে।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সর্বশেষ ২০১৪ সালে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল। এবার তারা মুখোমুখি হবে আগামী ২৬ এপ্রিল। সেভিয়াতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।