দারুণ এক জয়ে এশিয়া সফর শেষ করেছে বার্সেলোন। সোমবার দক্ষিণ কোরিয়ার ডেগু এফসিকে ৫-০ গোলে হারিয়েছে। গাভি করেছেন জোড়া গোল। রবার্ট লেফানদোভস্কি, টনি ফের্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড করেছেন অন্য তিন গোল। বার্সেলোনার হয়ে রাশফোর্ডের এটি প্রথম গোল।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন রাশফোর্ড। নতুন ক্লাবে এটা ছিল তার তৃতীয় ম্যাচ। এ ম্যাচের প্রথম একাদশে তিনি ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন তিনি। ৬৫ মিনিটে এরিক গার্সিয়ার পাস থেকে পাওয়া বল কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন।
ম্যাচের ফল তো বলছেই, মাঠে বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য ছিল। ইউরোপিয়ান ক্লাবটির সামনে ডেগু এতটাই অসহায় ছিল যে, পুরো ম্যাচে তারা বার্সেলোনার জন্য একবারো হুমকি হতে পারেনি। এমনকি একবারও গোলপোস্টে শট নিতে পারেননি।
লামিনে ইয়ামাল এদিন স্কোরশিটে নাম লেখাতে পারেননি। তবে মাঠে ঠিকই উজ্জ্বল ছিলেন। গাভির প্রথম গোলের রূপকার তিনি ছিলেন। তাছাড়া একাধিকবার তার শট স্বাগতিক গোলরক্ষক রুখে দেন।
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য দ্বিতীয়ার্ধে তার পুরো দলই পরিবর্তন আনেন। এশিয়া সফরে বার্সেলোনা তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচে তারা ১৫ গোল করেছে। আগামী রোববার বার্সেলোনা হুয়ান গ্যাম্পার ট্রফিতে সেরি আ ক্লাব কোমোর মুখোমুখি হবে। মূলত এ ম্যাচ দিয়ে বার্সেলোনার মূল মৌসুম শুরু হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















