বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদের আগুন লড়াই আজ

কোপা দেল রে

কোপা দেল রেতে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগের এ ম্যাচটিতে স্বাগতিক বার্সেলোনা। উভয় দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

লা লিগায় বর্তমানে দুই দলের অবস্থানের কারণে ম্যাচটি দারুণ উত্তেজনাপূর্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। রিয়াল মাদ্রিদকে সরিয়ে বার্সেলোনা লা লিগায় পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ যে খুব একটা পিছিয়ে তা কিন্তু নয়। এক পয়েন্টের ব্যবধানে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।

অ্যাওয়ে ম্যাচ আতলেতিকো মাদ্রিদের জন্য একটা আতঙ্ক ছিল এতদিন। এবারের ঘরোয়া লিগে সেই আতঙ্ক কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে তারা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দেয় আতলেতিকো মাদ্রিদ। গত ১৮ বছরে বার্সেলোনার মাটিতে আতলেতিকোর এটা ছিল প্রথম জয়।

দুই মাস আগের সেই ম্যাচ নিয়ে আর ভাবতে চান না বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। সে ম্যাচে বার্সেলোনা আগে গোল করেও হার নিয়ে মাঠ ছাড়ে। সে সব স্মৃতি পেছনে রেখে ফ্লিক বলেন, এটা সম্পূর্ণ নতুন ম্যাচ। আমরা আশা করছি এ ম্যাচে নিজেদেরকে প্রমাণ করতে পারবো। আমাদের প্রতিপক্ষ অবশ্যই শক্তিশালী দল। তাদের দলে সেরা ডিফেণ্ডাররা রয়েয়ে। আছে আক্রমণভাগের সেরা খেলোয়াড়রা। ফলে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।

Exit mobile version