নিজেদের মাঠে গত মৌসুমে বার্সেলোনার কাছে হারের পর এস্পানিওল সমর্থকরা মাঠে ঢুকে উম্মত্ত আচরণ করেছিল। মাঠ নষ্ট করেছিল। এ সব অভিযোগে ছয় জনকে আটক করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আটক হওয়া ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে। তাদের বিপক্ষে ৩০ হাজার ইউরো ক্ষতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে এবং সামনের দিনগুলোতে আর কাউকে আটক করার কোনো সম্ভাবনা নেই।
গত মে মাসে লিগ শিরোপা জয়ের পথে বার্সেলোনা ৪-২ গোলে এস্পানিওলকে হারিয়েছিল। বার্সেলোনার এই জয়ে এস্পানিওল দ্বিতীয় বিভাগে নেমে যায়। ম্যাচ জয়ের পর আনন্দে মেতে উঠেছিল বার্সেলোনার খেলোয়াড়রা। ২০১৯ সালের পর এটাই ছিল বার্সেলোনার প্রথম শিরোপা জয়। ফলে ম্যাচ শেষে তারা আনন্দে মাতোয়ারা হয়েছিল। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি এস্পানিওল সমর্থকদের। ফলে শত শত সমর্থক মাঠে ঢুকে পড়ে বার্সেলোনার খেলোয়াড়দের তাড়া করে। তাদেরকে টানেলে লুকিয়ে পড়তে বাধ্য করে।
শুক্রবার এক বিবৃতিতে কাতালান পুলিশ জানায়, স্টেডিয়ামের যে অংশ এস্পানিওল সমর্থকরা বসেছিল তাদের বেশির ভাগেরই মুখ ঢাকা ছিল। তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে মাঠে ঢুকে পড়েছিল এবং উৎসবে মাতোয়ারা বার্সেলোনার খেলায়াড়দের ওপর হামলে পড়েছিল। হামলাকারীদের অনেকেই নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, তাদের প্রতি বিভিন্ন দ্রব্য ছুড়ে মেরেছিল- এ কারণে মাঠের যেমন ক্ষতি হয়েছে তেমনি সাংবাদিকদের ক্যামেরাও ক্ষতিগ্রস্থ হয়েছিল।
এ সব কারণে শুরুতেই এস্পানিওলকে মৌসুমের প্রথম দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে এস্পানিওলের আবেদনের প্রেক্ষিতে ম্যাচের সংখ্যা কমিয়ে একটাতে আনা হয়, সে সঙ্গে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়।