বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চোটকে “দীর্ঘমেয়াদি” স্বীকৃতি দিয়েছে লা লিগার মেডিকেল কমিটি। এতে আর্থিক নীতিমালার ভেতরে থেকেই নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাব।
লা লিগার নিয়মে বেতন সীমা নীতি মানতে হয় সব দলকে। টের স্টেগেন বার্সার শীর্ষ বেতনভোগীদের একজন। দীর্ঘমেয়াদি চোটের স্বীকৃতি মিললে তাঁর বেতনের ৮০% হিসাব থেকে বাদ দেওয়া যায়, যা অন্য খেলোয়াড় নিবন্ধন সহজ করে।
প্রথমে টের স্টেগেন চিকিৎসা-সংক্রান্ত তথ্য লা লিগায় জমা দিতে রাজি ছিলেন না। এতে বার্সার পরিকল্পনা আটকে যায় এবং অধিনায়কত্বও হারান তিনি। পরে মত বদলে রিপোর্ট জমা দেন, আর অধিনায়কত্ব ফিরে পান।
নিয়ম অনুযায়ী, চার মাসের বেশি বাইরে থাকলে সেটি দীর্ঘমেয়াদি চোট হিসেবে ধরা হয়। গত মৌসুমে হাঁটুর চোটে দীর্ঘ বিরতির পর, গত মাসে পিঠে অস্ত্রোপচার করান এই জার্মান গোলকিপার। ইএসপিএনের মতে, তাঁর চোট চার মাসের শর্ত পূরণ করছে।
বার্সার বিবৃতিতে জানানো হয়, ‘গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চোট দীর্ঘমেয়াদি চোটের শর্ত পূরণ করেছে বলে লা লিগা রায় দিয়েছে। আগামীকাল দ্রুত হোয়ান গার্সিয়ার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।’
প্রায় আড়াই কোটি ইউরোয় এস্পানিওল থেকে গার্সিয়াকে দলে নিয়েছে বার্সা। লা লিগার নতুন মৌসুমে শনিবার মায়োর্কার বিপক্ষে অভিষেক হতে পারে তাঁর।
