বাংলাদেশের অনেক নারী ফুটবলার বিদেশি লিগে খেললেও শামসুন্নাহারের কখনো খেলা হয়নি। এবার অবশ্য ভুটানে রয়েল থিম্পু কলেজের হয়ে খেলছেন। প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন তিনি। অভিষেক ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা।
উগেন একাডেমির বিপক্ষে শামসুন্নাহারের দল রয়েল থিম্পু কলেজে ৪-০ গোলে জয় পায়। প্রথম গোলটি করেন শামসুন্নাহার। তহুরা করেন চতুর্থ গোলটি। অন্য দুই গোল স্থানীয় খেলোয়াড়রা। এক গোল করে ম্যাচ সেরা হয়েছেন শামসুন্নাহার।
বিদেশের মাটিতে প্রথম লিগ খেলতে পেরেই এমনিতেই উচ্ছ্বসিত শামসুন্নাহার। তার ওপর ম্যাচ সেরা- এ যেন সোহান সোহাগা। তাই তো ম্যাচ শেষে শামসুন্নাহার, প্রথম ম্যাচ খেলেছি। ম্যাচ সেরা হয়ে ভালো লাগছে।
শামসুন্নাহারের মতো তহুরা খাতুনের ছিল প্রথম ম্যাচ। তিনি ম্যাচ সেরা হতে পারেননি, তবে অভিষেক ম্যাচে গোল করে তিনিও উচ্ছ্বসিত। ভূটানে বাংলাদেশের মোট ১২ খেলোয়াড় রয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















