শেষ মুহুর্তে জমে উঠেছে বিপিএল টি-টোয়েন্টি! বিপিএলে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। তবে এখনও নিশ্চিত হয়নি প্লে-অফের বাকি দুই দল! শিরোপার রেসে বাকি চার দলের মধ্যে থেকে দুটি দল সুযোগ পারে শেষ চারে।
সবশেষ টানা তিন ম্যাচ জিতে সেই লড়াইয়ে বেশ ভালো ভাবেই এগিয়ে আছে দুর্বার রাজশাহী। মাঠের বাইরে নানা বিতর্কের মাঝেও ২২ গজের উইকেটে দুর্দান্ত ফর্মে থেকে হ্যাটট্রিক জয়ে চমকে দিয়েছে তাসকিনের দল। রাজশাহীর জয়ে জটিল সমিকরণে বিপিএলর পয়েন্ট তালিকা!
এবার নির্ধারিত সময়ে বিপিএলের টাকা না পেয়ে বার বার হৃদয় ভেঙেছে রাজশাহীর ক্রিকেটারদের। তবুও মাঠে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়েছে বিজয়-তাসকিনের দল। গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক জয়ে প্লে-অফের অপেক্ষায় রাজশাহী।
গ্রুপ পর্বে নিজেদের ১২ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে দলটি। তবে পয়েন্ট তালিকায় তিনে উঠেও প্লে-অফের টিকিট পেতে হোটেলে বসে অপেক্ষায় থাকতে হচ্ছে রাজশাহীকে।
তবে ঢাকা একটি ম্যাচে হারলেই নিশ্চিত হবে হবে রাজশাহী শেষ চার। কিন্তু জিতে গেলে অপেক্ষা বাড়বে! ঢাকা পরের দুই ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের বিপক্ষে। শেষ চারের টিকিট পেতে এই দুই ম্যাচে জিততে হবে তাদের।
তখন ঢাকার পয়েন্ট হবে ১০। অন্যদিকে চিটাগং কিংস ১০ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। বাকি তিন ম্যাচের দুটিতে তাদের প্রতিপক্ষ্য রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলবে সিলেটের বিপক্ষে। ফলে শেষ চারে উঠতে তিন ম্যাচে অন্তত একটি জিততেই হবে।
তখন চেয়ে থাকতে হবে অন্যদের ওপর। আর দুটি জিতলে তখন ১৪ পয়েন্ট সবারসি শেষ চারে উঠে যাবে। অন্যদিকে রাজশাহীর বিপক্ষে হেরে কঠিন বিপদেই আছে খুলনা। শেষ চারের টিকিট পেতে বাকি দুই ম্যাচেই জিততে হবে। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ্য রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
দুই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১২। আর একটিতে জিতলে পয়েন্ট হবে ১০। তখন অপেক্ষায় থাকতে হবে চিটাগং কিংসের হারের দিকে।
এক নজরে বিপিএলের পয়েন্ট তালিকা
রংপুর রাইডার্স ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।
ফরচুন বরিশাল ১০ ম্যাচে ৮ পয়েন্ট ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়
দুর্বার রাজশাহী ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে
চিটাগং কিংস ৯ ম্যাচে ৫ পয়ে ১০ পয়েন্ট নিয়ে চারে
খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে
ঢাকা ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে
সিলেট ১১ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে