বিপুল ভোটে জয় পেয়ে বাফুফে’র নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র নতুন সভাপতি হলেন তাবিথ আউয়াল। ১২৮ ভোটের মধ্যে তাবিথ পেয়েছেন ১২৩ ভোট। তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বি তৃণমূলের সংগঠক দিনাজপুরের এফ এম মিজানুর রহমান পেয়েছেন পাঁচ ভোট। মোট ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণণা শুরু হয়। সিনিয়রে সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে টানা চারবারের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে যান। সভাপতি ও চার সহ-সভাপতি ও ১৫ জন সদস্য পদের জন্য ডেলিগেটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন সভাপতি পদে ভোট গণণা শেষে তাবিল আউয়ালের নাম ঘোষণা করেন।

স্বাধীন বাংলাদেশে তাবিথ আউয়াল চতুর্থ সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। এর আগে গোলাম মোস্তফা, এসএ সুলতান ও কাজী সালাউদ্দিন নির্বাচিত সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছেন। এছাড়া আরও ১৩জন দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়ীত্ব পালন করেছেন। এদের সবাই ছিলেন সরকারের মনোনীত।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র কাজী সালাউদ্দিন ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২০ এর নির্বাচনে বাফুফে’র সভাপতি নির্বাচিত হন। এর মধ্যে ২০১২ ও ২০১৬’র নির্বাচনে তাবিথ আউয়াল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের নির্বাচনে মহিউদ্দিন মহি’র কাছে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে যান।

Exit mobile version