বিমানযাত্রীর জীবন বাঁচাতে ফার্নান্দেজের ‘অ্যাসিস্ট’

ফুটবল মাঠে অসংখ্যবার সতীর্থদের গোলে সহায়তা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেজ। এবার সেই সহায়তার হাত বাড়ালেন মাঠের বাইরে, বিমানে এক অসুস্থ সহযাত্রীর জীবন বাঁচিয়ে।

উয়েফা নেশনস লিগে অংশ নিতে পর্তুগালের জাতীয় দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে পর্তুগালে যাচ্ছিলেন ফার্নান্দেজ। ইজিজেটের সেই ফ্লাইটে তাঁর সঙ্গী ছিলেন সতীর্থ দিয়োগো দালোত। উড্ডয়নের মাঝেই বিমানে এক সহযাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়তে থাকেন। এই পরিস্থিতি নজরে আসতেই সহায়তার জন্য এগিয়ে আসেন ফার্নান্দেজ।

ঘটনার বিবরণ দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিজনেস ক্লাউডকে এক সহযাত্রী সুজানা লসন বলেন, “ফার্নান্দেজ বিমানের পেছনের দিকে টয়লেটে গিয়েছিলেন, তখনই আমরা একজনের চিৎকার শুনলাম। ফিরে দেখি, ফার্নান্দেজ প্রায় অচেতন অবস্থায় থাকা সেই লোককে ধরে তাঁকে সিটে বসানোর চেষ্টা করছেন। তখন কেবিন ক্রুরা দৌড়ে এসে তাঁকে সাহায্য করেন। সেই যাত্রী শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত ফার্নান্দেজ তাঁর পাশে ছিলেন।”

এমন মানবিক আচরণে মুগ্ধ লসন বিমান থেকে নামার সময় ফার্নান্দেজের সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান, যা হাসিমুখে মেনে নেন ফার্নান্দেজ। লসন বলেন, “তিনি নিজেই সেলফিটা তুলে দিলেন এবং অসুস্থ যাত্রীকে সাহায্য করায় আমি তাঁর প্রশংসা করলাম। সত্যি বলতে, আমি যদি তাঁকে না চিনতাম, তবে নিতান্ত সাধারণ এক সহযাত্রী হিসেবেই তাঁকে দেখতাম।”

এই ঘটনাটি ফুটবলপ্রেমীদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠে অসাধারণ প্রতিভা দেখানো এই পর্তুগিজ মিডফিল্ডারের মানবিক দিক ফুটবল অনুরাগীদের জন্য আরও এক ভালোবাসার কারণ হয়ে রইল।

Exit mobile version