বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

গোলের পর বার্সেলোনার খেলোয়াড়রা

অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জয় পায়। গাবি ও লামিনে ইয়ামাল গোল দুটি করেন।

সুপার কাপের সবচেয়ে সফল দল বার্সেলোনা। এরই মধ্যে ১৪বার তারা এ শিরোপা জয় করেছে। ১৫তম শিরোপা জয়ের পথে তাদের সামনে প্রতিপক্ষ হয়ে আসতে পারে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার প্রতিপক্ষ হওয়ার জন্য অন্য সেমিফাইনালে লড়ছে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কা।

১৭ মিনিটে গাবির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির সাত মিনিট পর ইয়ামাল গোল করে দলের জয় নিশ্চিত করেন। তবে ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন রাফিনহা। প্রথমে তার ভলি শট বারের ওপর দিয়ে চলে যায়। পরে তার ফ্রি কিক বিলবাওয়ের গোলরক্ষক রুখে দেয়। রাফিনহা প্রথমার্ধে আরো একবার গোলের সুযোগ পেয়েছিলেন। এবারও ব্যর্থ তিনি। এবার তার শট সরাসরি বিলবাওয়ের গোলরক্ষকের হাতে আশ্রয় নেয়।

ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে গত দুই ম্যাচ খেলতে পারেননি ইয়ামাল। এ ম্যাচে কোচ তাকে প্রথম থেকেই মাঠে রেখেছিলেন। তার প্রতিদানও তিনি দিয়েছেন গোল করে।

Exit mobile version