বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

বিশ্ব ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের দেখা ইভেন্টের শীর্ষে উঠে এসেছে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনা জয়ী হয়, আর সেই ঐতিহাসিক মুহূর্ত দেখেছেন প্রায় ৫৪০ কোটি মানুষ। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা ছিল ৭৯৫ কোটি। অর্থাৎ, পৃথিবীর মোট জনসংখ্যার ৬৭.৫ শতাংশ মানুষ টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মেসিদের এই জয় প্রত্যক্ষ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুসারে, খেলাধুলার ইতিহাসে দর্শকের দিক থেকে এই বিশ্বকাপের অবস্থান শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৮ সালের বেইজিং অলিম্পিক, যা দেখেছিলেন ৪৭০ কোটি দর্শক।

এ তালিকায় আরও আছে জনপ্রিয় ট্যুর ডি ফ্রান্স (৩৫০ কোটি), ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ (২৬০ কোটি) এবং ২০০৬ সালের শীতকালীন অলিম্পিক (২১০ কোটি)। বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী ও লিওন স্পিংকসের ১৯৭৮ সালের ম্যাচটি ২০০ কোটি দর্শক দেখলেও, ২০২৩ সালে মাইক টাইসন ও জ্যাক পলের বক্সিং লড়াই দেখেছেন মাত্র ৬ কোটি ৫০ লাখ দর্শক।

বিশ্বকাপের এমন অভূতপূর্ব সাফল্যে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের জয় ক্রীড়া ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। ফুটবল বিশ্বে এই বিশ্বকাপের জনপ্রিয়তা নতুন ইতিহাস তৈরি করেছে, যা ভবিষ্যতের যে কোনো ইভেন্টের জন্য এক মাইলফলক হয়ে থাকবে।

Exit mobile version