বছরের শেষ ম্যাচটা জয়ের আনন্দে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত নিজেদের মাঠের খেলায় তারা পেরুকে ১-০ গোলে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করে লাউতারো মার্টিনেজ।
এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের বাছাই পর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে। সে সঙ্গে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে। পেরু ৭ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে।
বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা নেতৃত্বে থাকলেও সময়টা তাদের ভালো যাচ্ছিল না। এ ম্যাচের আগে সর্বশেষ চার ম্যাচের তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছিল তারা। দুই ম্যাচে হার, এক ম্যাচে ড্র। ফলে এ ম্যাচে নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আগ্রহের কমতি ছিল না। শেষ পর্যন্ত জয়ে তারা বছর শেষ করেছে। গোলের ব্যবধান নূন্যতম হলেও ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল স্বাগতিক আর্জেন্টিনার।
বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা একচেটিয়া খেলছে। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় স্বাগতিক দল খেলা নিয়ন্ত্রণ করেছে। আর্জেন্টিনার আধিপত্য ছিল ৭৪ ভাগ, পেরুর ২৬ ভাগ। গোল করার একাধিক সুযোগও পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৫৫ মিনিটে গোল পায় স্বাগতিক দল। লাউতারো মার্টিনেজের এ গোলের রূপকার ছিলেন অধিনায়ক মেসি। এ গোলের মাঝ দিয়ে ইন্টার মিলানে খেলা লাউতারো জাতীয় দলের হয়ে ৩২তম গোলের দেখা পেলেন।
দারুণ ভলি শটে লাউতারো গোলটি করেন। লিওনেল মেসি পেনাল্টি বক্সের বাম প্রান্তে বল পেয়ে বক্সের মাঝে ফেলেছিলেন। সেখানে থাকা লাউতারো গোলটি করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন।