অনেক হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সের জাতীয় দলের কোচের দায়িত্বে দিদিয়ের দেশ্যাম। জাতীয় দলের সঙ্গে সম্পর্কটা আর খুব বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি। ফলে ২০২৬ সালের বিশ্বকাপের পর সরে দাঁড়াতে চান। বিশ্বকাপের পর জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এক সাক্ষাতকারে দেশ্যাম বলেন, ২০২৬ সালের বিশ্বকাপের পর আমি সরে দাঁড়াতে চাই। এটা নিয়ে আর কোনো কথা নেই।’
৫৬ বছর বয়সী দেশ্যাম সবচেয়ে বেশি সময় ধরে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সাল থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয় করে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলে। আর ২০১৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত ইউরোতে খেলে।
দিদিয়ের দেশ্যাম হচ্ছেন তৃতীয় ব্যক্তি যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেছেন। তার আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ১৯৯৮ সালে দেশ্যাম অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় করেছিলেন। ২০১২ সালের ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে ফ্রান্স বিদায় নিলে সে সময়ের কোচ লরেন্ত ব্লার স্থলাভিষিক্ত হয়েছিলেন দেশ্যাম। ২০১৪ সালে তার অধীনে বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে যায়। ২০১৬ সালে ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে পর্তুগালের কাছে হেরে যায় ফ্রান্স। দুই বছর পর তিনি সাফল্যের মুখ দেখেন। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে ট্রফি জয় করে তারা।
দেশ্যামের অধীনে কাতার বিশ্বকাপেরও ফাইনালে খেলে ফ্রান্স। নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে তারা আর্জেন্টিনার কাছে হেরে যায়।