কাতার বিশ্বকাপে সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ডের কথা নিশ্চয়ই মনে আছে! লিওলেন মেসির আর্জেন্টিনাকে চমকে দিয়েছিলেন হার্ভে রেনার্ড। এখানেই শেষ না। এবার ফ্রান্সের নারী ফুটবল দলের কোচ হয়ে ব্রাজিলকে হারালেন রেনার্ড। মাস ছয়েকের ব্যবধানে পুরুষ বিশ্বকাপের পর, নারীদের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ব্রাজিলকে হারালো রেনার্ডের দল। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ফুটবল কোচ হয়ে পুরুষ ও নারী দলের হয়ে বিশ্বকাপের ম্যাচ জিতলেন হার্ভে রেনার্ড।
কাতার বিশ্বকাপের পর সৌদি আরবের দায়িত্ব ছাড়েন রেনার্ড। এরপর মার্চে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের অনুরোধে নিজ দেশের মেয়েদের দায়ীত্ব তুলে নেন। মাত্র তিন মাস প্রশিক্ষণ দিয়েই নারী ফুটবলের সুপার পাওয়ার ব্রাজিলকে হারালেন রেনার্ড। শনিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে আয়োজিত নারী ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে দারুণ খেলেছে ফরাসি মেয়েরা।