‘ব্যাড বয়’ মোরসালিনের গোলে লেবাননের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

র‍্যাঙ্কিং দুই দলের মধ্যে পার্থক্যটা বেশ। বাংলাদেশের তুলনায় শক্তিশালী অবস্থানে লেবানন। বিশ্বকাপ বাছাইয়ে সেই লেবাননকে রুখে দিয়েছে বাংলাদেশ।  বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে গোল করেন মোরসালিন। লেবাননের গোলদাতা ওসমান।

পয়েন্ট ভাগাভাগির ফলে কিংস অ্যারেনা যে বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু তা আবার প্রমাণিত হলো। এ নিয়ে এখানে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চার ম্যাচে অপরাজিত। ড্র’র ফলে দুই ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট ১। সমসংখ্যক ম্যাচে লেবাননের পয়েন্ট ২।

পিছিয়ে পড়া ম্যাচে মোরসালিন অসাধারণ এক গোল করেন। ৭৩ মিনিটে প্রতিপক্ষের বিপদ সীমানার বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে গোল করেন তিনি। এমন গোল বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে সাধারণত দেখা যায় না।

অন্যদিকে লেবাননের গোলটি ছিল অনেকটা ভাগ্যপ্রসূত। নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি। বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ যে কি করলেন তা তিনিও হয়তো বলতে পারবেন না। ৬৫ মিনিটে পোস্টের সামনে এসে বদল ধরতে গিয়ে বল হাতড়ে বেড়াতে থাকেন। এ ফাঁকেই লেবাননের বদলি খেলোয়াড় ওসমান গোল করেন।

লেবাননের বিপক্ষে এ নিয়ে বাংলাদেশ চারবার মুখোমুখি হলো। চার ম্যাচে বাংলাদেশের জয় একটি। ড্র এক ম্যাচে ও হার দুইটিতে। হোম ম্যাচে লেবাননের বিপক্ষে অপরাজিত থাকার কীর্তিটা ধরে রেখেছে বাংলাদেশ।

২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ২-০ গোলে জয় পেয়েছিল। এই একটি জয় বাংলাদেশের। আজও জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ। কিন্তু মোরসালিন সে সুযোগটি নষ্ট করেন। গোলরক্ষককে একা পেয়েও তিনি বল পার্শ্ব জালে মারেন।

গত ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় বিমান বন্দরে ৬৪ বোতল মদ জব্দ করা হয় বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের কাছ থেকে। জিকো, তপু ও মোরসালিনসহ অন্য দুই ফুটবলার হলেন তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। বিষয়টিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে নিয়ে এই পাঁচ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করে কিংস কর্তৃপক্ষ। পরবর্তীতে জরিমানাসহ কয়েকজন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় কিংস কর্তৃপক্ষ। মোরসালিন শুধু জরিমানা দিয়েই পার পেয়ে যান।

বাজে সময় কাটিয়ে ফেরার ম্যাচেই গোল করে নতুন ক্যারিয়ার শুরু করলেন মোরসালিন।

Exit mobile version