বিশ্বকাপ ফুটবল বাছাই: অনুশীলন শুরু মেসিদের

অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ফাইল ছবি।

ক্লাব ফুটবলে বিরতি দিয়ে আবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে। এ অঞ্চলের দেশগুলো এই বিরতিতে দুটো করে ম্যাচ খেলবে। একটা হোম, অন্যটা অ্যাওয়ে ম্যাচ। এরই মধ্যে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়রা নিজ নিজ দেশে পৌঁছেছেন।

আর্জেন্টিনার প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। বুয়েন্স এইরেসে এ ম্যাচটা ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে তারা পেরুর মোকাবেলা করবে। ১৭ অক্টোবর এ ম্যাচটা পেরুর রাজধানী লিমায় হবে। আর্জেন্টিনা সহ এ অঞ্চলের সব দলই এ মাসে দুটো করে ম্যাচ খেলবে।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিও দেশে পৌঁছেছেন। তার পাশাপাশি জাতীয় দলে ডাক পাওয়া মেসির সতীর্থরা পৌঁছে গেছেন। তারা অনুশীলনও শুরু করেছেন। গত রোববার থেকে আর্জেন্টিনার খেলোয়াড়রা দেশে ফিরতে শুরু করেন। দেশে ফিরে আর দেরি করেননি, পরদিন থেকেই অনুশীলনে নেমে পড়েছেন।

এ পর্যন্ত খেলা দুই ম্যাচে জয় নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। উভয় দলের পয়েন্ট চার। তবে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল।

Exit mobile version