বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জন্টিনার

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোট নিয়ে এখনও মাঠের বাইরে লিওনেল মেসি। ফলে দলের সেরা এই তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার জন্য সোমবার ২৮ সদস্যের দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে নেই গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ডিফেন্ডার মার্কোস আকুনা। ফরোয়ার্ড পাওলো দিবালা দলে জায়গা পাননি এবারও।

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিনে, ৫ পয়েন্ট নিয়ে চিলি আটে আছে।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস ওয়াল্তার বেনিতেস, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো , হেরমান পেস্সেইয়া, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: ভালেন্তিন বার্কো, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, জিওভানি লো সেলসো, এসেকিয়েল ফের্নান্দেস, রদ্রিগো দে পল

ফরোয়ার্ড হিসেবে আছেন: নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, গিলানো সিমেওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেস, মার্তিনেস, ভালেন্তিন কাস্তেয়ানোস।

Exit mobile version